CID Police Job Circular 2021 এ বাংলাদেশ পুলিশ তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পুলিশ CID Police Job Circular 2021-এ এবারে সিআইডি অফিস সহায়ক পদে ১৬ জনকে চাকরি দেবে। নারী ও পুরুষ উভয়েই পদগুলোতে আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র সিআইডি হেডকোয়ার্টার্স পৌছে দিতে হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। বিস্তারিত সম্পূর্ণ CID Police Job Circular 2021 বিজ্ঞপ্তি দেওয়া হল। আবেদন করা যাবে ২৩ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত।
Bangladesh Police-বাংলাদেশ পুলিশ পরিচিতি
বাংলাদেশ পুলিশ আইন প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে, অপরাধের ভয় কমাতে, জনগণের সুরক্ষা বাড়াতে এবং জনগণের সক্রিয় সহযোগিতায় অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বাংলাদেশকে আরও উন্নত ও নিরাপদ স্থান হিসাবে গড়ে তুলতে নাগরিকদের আস্থা ও শ্রদ্ধা ভোগযোগ্য, দক্ষ ও নিবেদিত পেশাদারদের দ্বারা মানসম্পন্ন পরিষেবা সরবরাহ করা।
বাংলাদেশ পুলিশ বাংলাদেশের মূল আইন প্রয়োগকারী সংস্থা। এটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত হয়। এটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও পুলিশ প্রাথমিকভাবে জনজীবন ও সম্পত্তির সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষায় উদ্বিগ্ন। বাংলাদেশে, আজকালকার বিবিধ ক্রিয়াকলাপের সাথে আনুষ্ঠানিক ও সংগঠিত পুলিশিং দীর্ঘ সময় জুড়ে প্রচুর বিবর্তন ও বিকাশের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছে।
Bangladesh CID Police Job Circular 2021
বাংলাদেশ পুলিশ নোটিশ বোর্ড হতে CID Police Job Circular 2021 এ এবারে সর্বমোট ১২টি পদে ৩৮ জনকে Bangladesh Police ১৬ জনকে CID Office Assistant পদে চাকরির নিয়োগ করবে। যোগ্যতা ও আগ্রহ থাকলে নারী-পুরুষ উভয়েই নিম্নোক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন।
পদের নাম : অফিস সহায়ক
পদের সংখ্যা : ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।
বেতন স্কেল : ৮,২৫০ – ২০,০১০ টাকা।
বাংলাদেশ সিআইডি পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদন পদ্ধতি
বাংলাদেশ পুলিশ নোটিশ বোর্ড হতে CID Police Job Circular 2021-এ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবেনা। আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আবেদনকারীকে অনুর্ধ ৩০ বছর বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদন গৃহীত হবে। আগ্রহী আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার সনদ, ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, , জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ, সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা/নাগরিকত্ব সনদ (নিজ নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত) ইত্যাদির সত্যায়িত ফটোকপি (অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সীলমোহর থাকতে হবে) এবং মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সংযুক্ত নির্ধারিত চাকরির ফরমে “অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা-১২১৭” এর বরাবরে প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত দরখাস্ত আগামী ২৩ই জানুয়ারি ২০২১ এর মধ্যে অফিস চলাকালীন সিআইডি হেডকোয়ার্টার্স এ পৌছাতে হবে। নির্দিষ্ট সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনও আবেদনপত্র গ্রহণ করা হবেনা।
আবেদনের পুরো শর্তাবলী ও বিস্তারিতগুলো জেনেন নিন অফিশিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি থেকে
আবেদনের শেষ সময়: আবেদন করা যাবে ২৩ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
বাংলাদেশ সিআইডি পুলিশ নোটিশ বোর্ড হতে Police Job Circular 2021 টির অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনঃ
KeyNotes: চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি, new চাকরির খবর, Police Job Circular 2021, bd job today , new job circular 2021, চাকরির খবর প্রথম আলো, সরকারী চাকরির খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2021, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২১, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, চাকরির খবর paper, চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা
The post CID Police Job Circular 2021 বাংলাদেশ পুলিশ চাকরির খবর appeared first on BD Job Solutions.
Source BD Job Solutions https://ift.tt/2LjcFja
চাকরির খবর
Comments
Post a Comment