গ্রাফিক ডিজাইন বর্তমানে একটি অধিক চাহিদা সম্পূর্ণ খাত বাংলাদেশের। ভবিষ্যতে অনেক সম্ভাবনা রয়েছে এই খাতের। এই লেখাটি পুরো পড়লে আপনি জেনে যাবেন কেন আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন।
সূচনা
ব্যবসা-বাণিজ্যে খাতে মার্কেটিং এর গুরুত্ব অনস্বীকার্য। আর এখন উন্নত বিশ্বে মার্কেটিং বলতে আমরা মূলত ডিজিটাল মার্কেটিং-ই বুঝি। এই অপরিহার্য ডিজিটাল মার্কেটিং প্রতিটি ক্ষেত্রই গ্রাফিক ডিজাইন ছাড়া অচল। ছোট্ট ব্যানার থেকে শুরু করে টেলিভিশান বিজ্ঞাপন, ম্যাগাজিন, পোষ্টার, বিজনেস কার্ড সহ এই খাতের প্রায় প্রতিটি জিনিস বানানো গ্রাফিক ডিজাইন এর উপরে দাড়িয়ে আছে।
আমরা সকলেই জানি আমাদের দেশ গার্মেন্টস ইন্ডাট্রিজ এর জন্যে পুরো পৃথিবীতে বিখ্যাত । এই গার্মেন্টস খাতের প্রতিটি পন্য বানানোর জন্যে সবার আগে করতে হয় এর ডিজাইন যেটা গ্রাফিক ডিজাইনের অন্যতম একটি অংশ। প্রতিবছর আমাদের গার্মেন্টস খাত অনেক টাকা খরচ করে এই ডিজাইনের জন্যে এবং বাংলাদেশি গ্রাফিক ডিজাইনাররা অনেক সৃজনশীলতার প্রকাশ ঘটায় এই খাতে যার জন্য আমাদের পন্য পুরো পৃথিবীর কাছে বিখ্যাত।
যাহোক, কোনো কাজ শেখার আগে অবশ্যই তার গুরুত্ব সম্পর্কে আমাদের জানা উচিত। তাই আজকে আমরা আলোচনা করবো আপনি কেন শিখবেন গ্রাফিক ডিজাইন? আমাদের এই আলোচনার পর আপনি গ্রাফিক ডিজাইন এর গুরুত্ব পুরোপুরিভাবে বুঝতে পারবেন।
যাহোক, আপনি যদি শিখতে চান গ্রাফিক ডিজাইন, সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে সবার আগে আপনি গ্রাফিক ডিজাইন কোর্স গুলো করে নিন ।
গ্রাফিক ডিজাইন কি?
আপনি যেহেতু গ্রাফিক ডিজাইন শেখার আগ্রহ প্রকাশ করেছে, তাহলে আমরা ধরে নিতেই পারি আপনি মোটামুটি জানেন যে গ্রাফিক ডিজাইন আসলে কি। তারপরও আপনার সুবিধার্থে এ সম্পর্কিত কিছু কথা আমরা বলে যাচ্ছি।
আসলে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি ম্যাসেজ অথবা কোনো তথ্যকে চিন্তা ও মননশীলতা দিয়ে দাগ, রেখা, রঙ ও বিভিন্ন টেক্সচার এর মাধ্যমে দৃশ্যমান করে তোলা। বিভিন্ন আপ্লিকেশন যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, ইত্যাদির মাধ্যমে সাধারনত গ্রাফিক ডিজাইন করা হয়ে থাকে।
তবে প্রথমেই আপনার যেটা প্রয়োজন সেটা হলো কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান এবং সৃজনশীল চিন্তাধারা।
কেন শিখবেন গ্রাফিক ডিজাইন?
ইতোমধ্যেই আপনারা গ্রাফিক ডিজাইনের গুরুত্ব সম্পর্কে অল্প বিস্তর অবগত হয়েছেন। এখন এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।
সৃজনশীল পেশা
গ্রাফিক ডিজাইন একটি পরিপূর্ণ সৃজনশীল পেশা। পুথিগত বিদ্যা এক্ষেত্রে তেমন কোনো কাজেই আসে না। ভালো ডিজাইন করতে হলে প্রথমেই যেটা আপনার জন্য জরুরি সেটা হলো ব্যাবহারিক জ্ঞান। নিয়মিত চর্চাও অনেক সহায়তা করে ভালো একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার ক্ষেত্রে।
আপনি কপি পেস্ট করে এখানে কিছুই করতে পারবেন না । আসলে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম দিয়ে সব ডিজাইন করা সম্ভব না। এক্ষেত্রে প্রতিবারই নতুন নতুন কিছু করতে হয়। বিষয়টা অনেকটা চিত্রাঙ্কনের মতো। মুখস্থ বিদ্যা কোনো কাজে আসে না এক্ষেত্রে। তাই, যারা একটু সৃজনশীল প্রকৃতির মানুষ এবং অন্যরকম চিন্তা ভাবনা করতে ভালোবাসেন, তাদের জন্যে এটা সবথেকে ভালো পেশা হতে পারে।
উচ্চতর চাহিদা
বর্তমান বিশ্বে গ্রাফিক ডিজাইন একটি অন্যতম চাহিদা সম্পূর্ণ পেশা। সামান্য ফেসবুক পেজ চালানো থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান চালানো পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা রয়েছে। এর কাজের ক্ষেত্র লিখে শেষ করা যাবেনা। অন্যদিকে সৃজনশীল মানুষও হাতে গণা। এজন্য বিশ্ব জুড়ে গ্রাফিক ডিজাইনের অসামান্য চাহিদা রয়েছে। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অধিক বেতনে কাজ করার সুযোগ খুব সহজেই পেয়ে যাবেন।
বাড়িতে বসে কাজের সুযোগ
এই পেশার অন্যতম একটি বড় সুবিধা হচ্ছে আপনি যেকোনো জায়গায় বসে কাজ করতে পারবেন আপনি যদি কাজ জানেন। বাসায়ই আপনার যদি প্রয়োজনীয় ডিভাইস থাকে, আপনি অনায়াসে কাজ করতে পারবেন। ছাত্রছাত্রীদের জন্য এটা একটি ভালো সুযোগ পড়াশুনার পাশাপাশি আয় করার। এক্ষেত্রে ঘরে বসেই আপনি দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন।
কাজের স্বাধীনতা
সৃজনশীল মানুষেরা সাধারণত কোনো ধরাবাঁধা নিয়মের ভেতরে চলতে ভালোবাসেনা। বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্বাধীনচেতা মানুষ হয়। গ্রাফিক ডিজাইন যেহেতু একটি সৃজনশীল মানুষদের কাজ, সেজন্যে এখানে রয়েছে পরিপূর্ণ কাজের স্বাধীনতা। আপনি যখন অনলাইনে একটি ডিজাইন বিক্রি করবেন, সেখানে আপনার কারও কোনো হুকুম মানা লাগছেনা। আপনি আপনার সুযোগ-সুবিধা মতো কাজ করে ডিজাইন করে বিক্রি করতে পারছেন।
আপনি যখন কোথাও চাকরি করবেন গ্রাফিক ডিজাইনার হিসেবে, তখনও আপনাকে আপনাকে তেমন কোনো চাপে রাখবেনা কারন সবাই জানে যে গ্রাফিক ডিজাইন জোর করে বা তাড়াহুড়া করে করার মতো কাজ না। তাই আপনি যদি স্বাধীনচেতা প্রকৃতির মানুষ হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইন আপনার সপ্নের পেশা হতে পারে।
অধিক আয়ের সুযোগ
বর্তমান বিশ্বে গ্রাফিক ডিজাইনের চাহিদা যেহেতু বেশি এজন্য এতে আয়ের সুযোগ ও অনেক বেশি। বড় বড় কোম্পানি ছোট্ট একটি লোগো বানাতে মিলিয়ন ডলার খরচ করে। এছাড়াও সবক্ষেত্রেই গ্রাফিক ডিজাইনারদের পেমেন্ট একটু বেশির হয়ে থাকে কারন তাদের ভালো ডিজাইন ও নির্দিষ্ট কোনো তথ্য বা মেসেজ ভালোভাবে ফুটিয়ে তোলার উপরে কোম্পানির সাফল্য অনেকটা নির্ভরশীল। একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী, পরে গুনবিচারী। একটি কোম্পানির বিলবোর্ড অথবা টেলিভিশন বিজ্ঞাপন যদি দেখতে ভালো না হয়, প্রথমেই ওই কোম্পানির প্রতি খারাপ একটা ধারনা আমাদের চলে আসবে। এজন্য প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানই চায় এসব কাজ গুলো সুন্দর ভাবে করতে এবং সেক্ষেত্রে অনেক বেশি খরচ করতেও রাজি থাকে।
চাকরির সুযোগ
গ্রাফিক ডিজাইনার হিসাবে প্রথমে আপনি নিজে ডিজাইন বিক্রি এবং বিভিন্ন কোম্পানির সাথে কাজ করলে পরবর্তীতে এই অভিজ্ঞতা গুলো আপনাকে বিভিন্ন বড় বড় কোম্পানিতে ভালো বেতনে চাকরি পেতে সহায়তা করে। তার মানে আপনি এই পেশাটি পার্ট টাইম ও করতে পারেন আবার ফুল টাইম ও করতে পারেন। পুরা টাই আপনার ইচ্ছা।
প্রতিভা দেখানোর সুযোগ
আমরা সকলেই জানি আমাদের দেশে প্রতিভা প্রকাশের সুযোগ খুব কম। কিন্তু আপনি যদি একজন প্রতিভাবান গ্রাফিক ডিজাইনার হন, আপনার প্রতিভা বিকাশ এবং প্রকাশের সুযোগ অনেক। দেশে সুযোগ না পেলেও আপনি চাইলেই বিদেশি কোম্পানির সাথে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতিভা গুলো পোর্টফোলিও আকারে তাদের কাছে তুলে ধরতে হবে।
উচ্চ শিক্ষার প্রয়োজন নাই
এই পেশায় আর একটি সম্ভাবনার কথা হচ্ছে আপনি যদি কোনো কারনে উচ্চশিক্ষিত নাও হন, তাতে কোনো সমস্যা নাই। এখানে আপনার একাডেমিক ব্যকগ্রাউন্ড কেউ দেখতে আসবেনা। সবায় দেখবে আপনার কাজ কতটা ভালো। তাই আপনার শিক্ষাগত যোগ্যতার কোনোই দরকার নেই । আপনি শুধু দক্ষতা অর্জন করুন গ্রাফিক ডিজাইনে। তাহলে সফলতা আপনার কাছে এসে হাতছানি দিবে।
ভবিষ্যৎ সম্ভাবনা
দিন যত এগোচ্ছে মানুষ তত ডিজিটালের দিকে অগ্রসর হচ্ছে। এক দিন দেখা যাবে ফিজিকাল মার্কেটিং বলতে কোনো কিছুই নায় পৃথিবীতে। শুধু মাত্র ডিজিটাল মার্কেটিং এর উপরে চলবে সকল প্রতিষ্ঠান। আর গ্রাফিক ডিজাইন ছাড়া ডিজিটাল মার্কেটিং অসম্পূর্ণ । তাই এ বিষয়ে জে যত এগিয়ে থাকবে ভবিষ্যতে সে তত সফল হবে।
ফ্রিলান্সিং আউটসোর্সিং
বর্তমানে ফ্রিলান্সিং ও আউটসোর্সিং একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে। অনেক মানুষ এখন বাংলাদেশে ঘরে বসে ফ্রিলান্সিং ও আউটসোর্সিং করে লাখ লাখ টাকা আয় করছে প্রতিমাসে। ভবিষ্যতে এর পরিমান আর ও বাড়বে বলে আশা করা যাচ্ছে। আর এই ফ্রিলান্সিং ও আউটসোর্সিং এ গ্রাফিক ডিজাইন বড় একটি অংশ। তাই আপনি যদি গ্রাফিক ডিজাইন শেখেন, ফ্রিলান্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমেও অনেক টাকা আয় করতে পারেন।
উপসংহার
এই ছিল মোটামুটি “কেন শিখবেন গ্রাফিক ডিজাইন”-এ বিষয়ে আলোচনা। আশা করি আপনি এখন গ্রাফিক ডিজাইন শেখার গুরুত্ব পুরোপুরিভাবে জেনেছেন। দিন দিন এর প্রতিটি ক্ষেত্রেই এর গুরুত্ব বেড়েই চলেছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি চিন্তা করুন এটা আপনার জন্যে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আদেও গুরুত্বপূর্ণ কি না। ধন্যবাদ।
The post কেন শিখবেন গ্রাফিক ডিজাইন? appeared first on BD Job Solutions.
Source BD Job Solutions https://ift.tt/3umDepw
চাকরির খবর
Comments
Post a Comment